• আন্তর্জাতিক

    স্ত্রীর ‘বেবি বাম্প’ স্পর্শ করে জাকারবার্গের ছবি

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ৮:৩১:৪৭ প্রিন্ট সংস্করণ

    ছবি সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন ফেসবুক তথা মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ। নতুন বছরের শুরুতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

    জাকারবার্গ জানিয়েছেন, শুভ নববর্ষ। ২০২৩ সালেই সমস্ত অভিযান ও ভালবাসা পেতে চলেছি। ছবিতে তাকে কালো স্যুট পরে থাকতে দেখা গেছে। তার স্ত্রী প্রিসসিলা চ্যানকে দেখা যাচ্ছে সাদা গাউন জাতীয় পোশাকে।

    গত সেপ্টেম্বরেই সকলকে সুখবর শুনিয়েছিলেন জাকারবার্গ। জানিয়েছিলেন, ম্যাক্স ও আগস্টের পর তার ও প্রিসসিলার তৃতীয় কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে আগামী বছরে। সেই সঙ্গে একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি।

    সেই ছবিতে এ দম্পতিকে হাসিমুখে দেখা যায়। সেই সময় জাকারবার্গ লিখেছিলেন, অনেক ভালবাসা। আনন্দের সঙ্গে সকলকে জানাচ্ছি ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন এক বোন পেতে চলেছে।

    ২০১৫ ও ২০১৬ সালে জন্মেছিল জাকারবার্গের দুই মেয়ে ম্যাক্স ও আগস্ট। এবার তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।