• Top News

    মন্ত্রিপরিষদ সচিব হয়ে যা বললেন মাহবুব হোসেন

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৩ , ৬:১৯:০৭ প্রিন্ট সংস্করণ

    মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব মো. মাহবুব হোসেন

    (দিনাজপুর২৪.কম) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন। সুদীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা নতুন পদে কাজে লাগিয়ে সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের জ্বালানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মাহবুব হোসেন।

    মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আজকে সকালেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা আদেশ পেয়েছি, সেখানে আমাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে সরকার নিয়োগ দিয়েছে। এজন্য প্রশাসন ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সুদীর্ঘ চাকরি জীবনের শেষ প্রান্তে এসে যে অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা অর্জন করেছি তা নতুন পদে কাজে লাগিয়ে সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।’

    নির্বাচনী বছরে গুরুত্বপূর্ণ পদে কি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন- এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, ‘আমি কালকে দায়িত্ব নিয়ে চিন্তা করব। কারণ আমি এখন পর্যন্ত এ মন্ত্রণালয়ের (জ্বালানি মন্ত্রণালয়) সচিব। সরকারের বৈশিষ্ট্য হলো আইন, বিধি, নীতিমালা। সেটা যাতে ঠিকভাবে চলে। যে চ্যালেঞ্জ আসুক না কেন সেটা আমাদের পরিপূর্ণ দক্ষতা দিয়ে মোকাবিলা করব। আমার তরফ থেকে এটুকু আমি বলতে পারি।’

    মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব পদটি সরকারি কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র পজিশন। আমার প্রথম কাজটি হবে সব মন্ত্রণালয়, সংস্থা ও দপ্তরের সঙ্গে সমন্বয় করা। এর মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি হবে এটি এবং সে কাজ করার ক্ষেত্রে আমি খুব আশাবাদী।’

    জ্বালানি সংকটের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নতুন যে সচিব আসছেন তার জন্য কি রকম চ্যালেঞ্জ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তীতে জ্বালানিতে যিনি আসছেন তিনিও একজন দক্ষ কর্মকর্তা। পদন্নোতি পেয়ে তিনি এখানে আসছেন। তিনি একজন দক্ষ ও সুনাম অর্জনকারী কর্মকর্তা। আমি যাওয়ার আগে তাকে আমি ব্রিফিং দিয়ে যাব।’

    জ্বালানিখাতের সংকট মোকাবিলার আশা প্রকাশ করে মাহবুব হোসেন বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে তা ঠিকভাবে মোকাবিলা করতে পেরেছি। এখন যে কাজ হাতে নিয়েছি তা নতুন সচিব এসে এগিয়ে নেবেন। তাহলে আমাদের জ্বালানি খাতের অবস্থান আরও সুদৃঢ় ও শক্ত হবে।’ -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content