প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৩ , ৬:১৯:৩৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ৪ জানুয়ারী ২০২৩ বুধবার শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত রহমান লিমন ও শাহারিয়া ইমন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা প্রান্ত রহমান, ছাত্র নেতা শিহাব সারার, ছাত্র নেতা রুহুল আমিন, ছাত্র নেতা দেলোয়ার হোসেন দোলন, ছাত্রনেতা ফিরোজ কবির সানু, ছাত্র নেতা মোরশেদুল, ছাত্র নেতা আবিল আল রিয়াদ চৌধুরী প্রান্থ ছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।