প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৩ , ৬:২৪:৩১ প্রিন্ট সংস্করণ
মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (৪ জানু:) ইনজুরি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, ডাঃ মনিরা পারভীন, ডাঃ শাহরিয়ার পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রিয় মসজিদের ইমাম আমীর হামজা, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে ও দিনাজপুর সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এ ওয়ার্কশপে চিকিৎসক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।