প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ৬:২১:১২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করেছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিযাসের মধ্যে ওঠানামা করছে।
দিনের বেলায় তাপমাত্রা কিছুটা স্বাভাবিক মনে হলেও বিকেলের পর থেকে উত্তরের শীতল বাতাসে হাড়কাঁপানো শীত জেঁকে বসে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়া শুরু হলে পরদিন সকাল পর্যন্ত এই কুয়াশা পড়া অব্যাহত থাকে এবং তীব্র শীত অনভূত হয়।