প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ৭:০৬:৪৭ প্রিন্ট সংস্করণ
মোস্তাফিজার রহমান (দিনাজপুর২৪.কম)দিনাজপুরের আদালতের আদেশকে অমান্য করে গাজ করতনের অভিযোগ,দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হাজীপাড়া এলাকার মুত আলাউদ্দিনের ছেলে মোমিনুল ইসলাম আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পেশী শক্তির বলে খাতিরন নেছা,হেদলা গং ও মেসন খাতুনের সিএস রেকডিয় পারিবারিক কবরস্থানের জায়গা দখলের উদ্দেশ্যে কবরস্থানে থাকা বড় বড় আমা গাছ কেটে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করছে মর্মে সরেজমিনে গিয়ে এবং বাদীর অভিযোগ সুত্রে জানা যায়। গত ৩জানুয়ারী বিকাল আনুমানিক ৩টার সময় মোমিনুল ইসলাম তার সংগীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে গিয়ে জামালপুর নন্দীপুকুর আবুল কালাম আজাদ গংদের পারিবারিক কবরস্থানে রক্ষিত আম গাছে কেটে ব ্যাপক ক্ষতিসাধন করে এবং কবলস্থানের জায়গা দখলের অপচেষ্টা চালায়। উল্লেখিত গত ১অক্টোবর ২১ দিনাজপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে মোঃ মোমিনুল ইসলাম,মোঃ আবুল কালাম আজাদগংকে বিবাদী করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা আনয়ন করেন যাহার মামলা নাম্বার ৫০৯/২১। দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের জামালপুর মৌজার ১৪০নং জে এল এবং সিএস ৩৭, এস এ ৫০/৫১/৫২নং খতিয়ানের ৮৩নং দাগের ৩৪শতক জমির ক্রয়কৃত মালিক হিসেবে বিবাদীদের প্রবেশধিকার নিষেধ করতেই এই মামলা আনয়ন করেন মোঃ মমিনুল ইসলাম।মামলার চলমান প্রক্রিয়ায় গত ২১ জুন বাদী মোমিনুল ইসলাম ও বিবাদী আবুল কালাম আজাদ গং এর কাগজপত্র পর্যাচোলনা করে বিজ্ঞ সহকারী জজ উভয় পক্ষের ভোগদখল সুনির্দিষ্ট নয় মর্মে উভয় পক্ষকেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত তফসিলভুক্ত জমিতে কোন প্রকার কার্যসম্পাদন না করার অর্থাৎ স্থিতিবস্তা বজায় রাখার আদেশ প্রদান করেন।কিন্তু মোঃ মোমিনুল ইসলাম আদালতের আদেশকে অমান্য করে নিজের পেশীশক্তি ও অর্থের জোরে জামালপুর হাজীপাড়া নিবাসী মৃত আলাউদ্দিনের ছেলে তার ভাই লাঠিয়াল মোঃ মোস্তফা ও মৃত হাফিজুদ্দিনের ছেলে খলিল সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫জন লাঠিয়াল বাহিনী নিয়ে এসে কবরস্থানে রক্ষিত বড়বড় আম গাছ ও গাছের ডাল কেটে ব্যাপক ক্ষতিসাধন করে।উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ আবুল কালাম আজাদ,দুখু মিয়া ও মোবারক হোসেন সাংবাদিক প্রতিনিধিদের জানান দীর্ঘদিন থেকে ব্যবহার্য পারিবারিক কবরস্থান মোঃ মোমিনুল ইসলাম গংরা গায়ের জোরে দখল করে কবরস্থানকে পরিনত করতে চায় নিজেদের আবাসস্থলে।আদালতের নিষেধকেও তারা না মেনে দিনের পর দিন মানুষের বসবাসের শেষ ঠিকানা কবরস্থানটি দখলের পায়তারা করে চলছে।তার এহেন কার্য বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের আশু হস্তক্ষেপ কামনা করেন উধর্বতন কতৃপক্ষের কাছে ভুক্তভোগী পরিবারবর্গ।