প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৩ , ১:২৮:৫৫ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) দিনাজপুর শহরের একটি ভাড়া বাসায় এক দম্পতির মরদেহ লাখ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) দিনাজপুর শহরোস্থ লিলি মোড়ের লুৎফুন্নেছা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সের পার্শবর্তী বাসায় ওই মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
নিহতরা হলেন- শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার বাসিন্দা মজিবুর রহমান (৬৫) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ঈমান আলী দিনাজপুর২৪.কমকে বলেন, নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। মজিবুরকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এবং তার স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, ফরেনসিক বিভাগের সদস্যরা আসলে মরদহগুলো উদ্ধার করা হবে। কে বা কাহারা এই দম্পতিকে খুন করলো এ বিষয়ে কিছুই জানা যায়নি। পুলিশ জানায়, কি কারণে এই দম্পতি খুন হয়েছে এটি আসলে তদন্ত ছাড়া বলা মুশকিল। স্বামী-স্ত্রীর এই জোড়া খুনের ঘটনায় দিনাজপুর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।