• রংপুর বিভাগ

    ঘােড়াঘাটে মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ৬:৫০:৪১ প্রিন্ট সংস্করণ

    মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ঘোড়াঘাট পৌর শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।া র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে এ উপলক্ষ্যে কমিশনের অস্থায়ী কার্যলয় ঘোড়াঘাট থানা প্রেসক্লাবে কেক কর্তন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি মোখলেছুর রহমান সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভা ্অনুষ্ঠিত হয়। ্অনুষ্ঠিত আলেচিনা সভায় অংশ গ্রহন করেন সিনিয়র সহ-সভাপতি ও শাহ ইসমাইল গাজী (রঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক কাজী নাসির মুঈদ,জালাল খান বকুল, শাহ আলম,আবু বককর সিদ্দিক, হাফিজার রহমান হাবিব, শাহাদত হোসেন, নুরনবি মিয়া,ফিরোজ কবির ও কায়ছার হাবিব। র‌্যালি ও আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content