• Top News

    মেয়াদ বাড়ল স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ৭:০৫:৩৫ প্রিন্ট সংস্করণ

    অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। পুরোনো ছবি

    (দিনাজপুর২৪.কম) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে আরও দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২০ সালের ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।

    প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

    এতে বলা হয়, এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।