প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ৭:০৭:৫২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) নাটোরে হাত কড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টায় বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পাশের বিলের জমিতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মজিবর রহমান মাস্টার জানান, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি বিলের মাঝখানে উপুড় হয়ে পড়ে ছিল। তার দুই হাত হাতকড়া দিয়ে আটকানো ছিল। এছাড়া দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।