প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ৭:১০:৫৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ভারতের মেট্রো রেললাইনের নির্মাণাধীন একটি পিলার ধসে পড়েছে। এতে এক নারী ও তার আড়াই বছরের সন্তান নিহত হয়েছেন। সেইসঙ্গে ওই নারীর স্বামী ও তার কন্যা সন্তান আহত হয়েছেন। আজ মঙ্গলবার দেশটির কর্ণাটকের বেঙ্গালুরুর নাগাভারা এলাকায় ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।
দেশটির কর্মকর্তারা বলেছেন, সকালে তেজস্বিনী নামে ওই নারী, তার স্বামী এবং যমজ সন্তান বাইকে করে যাচ্ছিলেন। সেইসময় হুট করেই রেলের পিলার তাদের ওপর ধসে পড়ে।
পূর্ব বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার বলেন, বাইকে থাকা চার যাত্রীর ওপর একটি মেট্রো পিলার ধসে পড়েছে। তেজস্বিনী ও তার সন্তান বিহান গুরুতর আহত হন এবং তাদের দ্রুত আলতিয়াস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা মারা গেছেন। -ডেস্ক রিপোর্ট