• সারাদেশ

    দিনাজপুরে ২৯ ব্যাটেলিয়ান বিজিবির অভিযানে ৩২৭ পিচ ফেন্সি গ্রীব আটক

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ৯:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মোস্তাফিজার রহমান (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে ২৯ ব্যাটালিয়ান বিজিবির অভিযানে ৩২৭ পিচ ফেন্সিগ্রীব জব্দ করেন বড় গ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা। দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের বড়গ্রাম ২৯ ব‍্যাটেলিয়ান এর বিজিবির সদস‍্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২৭ পিচ আমদানী নিষিদ্ধ ভারতীয় (ফেন্সিগ্রীব) জব্দ করে।

    ১৩ জানুয়ারী দিবাগত রাত ৩ টা ৩০মিনিটে দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের বড়গ্রাম ক‍্যাম্পের হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালীন আটর গ্রামের মাদ্রাসার পশ্চিম পাশে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আশা কিছু মাদক চোরা চালানের সময় বিজিবি সদস্যদের দেখে টের পায় চোরা কারবারিরা,বিজিবি সদস্যরা চোরা কারবারিদের ধাওয়া করলে তারা ফেন্সি গ্রীব এর বস্তা ফাঁকা জমিনে রেখে পালিয়ে যায়,বিজিবি সদস্যরা ৩২৭ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সি গ্রীব জব্দ করে।তবে ফেন্সিগ্রীবগুলো কার তা এখনো জানা যায়নি।তবে মালগুলো কারা ফেলে পালিয়ে গেছে তা অনুসন্ধান করা হচ্ছে বলে বড়গ্রাম বিজিবি ক‍্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলম জানান।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content