প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ১০:২১:৪৪ প্রিন্ট সংস্করণ
মোস্তাফিজুর রহমান (দিনাজপুর ২৪.কম)
দিনাজপুর সদর উপজেলার কৃষান বাজার এলাকায় প্রতিদিন চলছে জুয়ার আসর প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর নেই কোনো ভূমিকা। ধ্বংস হচ্ছে জুয়ারুদের পরিবার ও নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। গতকাল জেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কৃষান বাজার এলাকার সংলগ্ন দক্ষিণ পাশে শনু মাস্টারের লিচুর বাগানে গোপন তথ্যের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখা যায় জুয়ার আসরের এ দৃশ্য সংবাদকর্মীদের দেখতে পাওয়া মাত্র জুয়ার আসর ছেড়ে দৌড়ে পালিয়ে যায় জুয়াড়িরা। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর তথ্যমতে এখানে প্রতিনিয়ত জুয়ার আসর বসে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন এই জুয়ার আসর দীর্ঘদিন থেকে এখানে বসে,তবে এক্ষেত্রে প্রভাবশালীদের হাত রয়েছে বলে জানা যায়। এই জুয়ার খেলার কারনে এলাকার উঠতি ও তরুন প্রজন্মের ছেলেরাও দিন দিন আগ্রহী হয়ে উঠছে,ফলে এলাকার তরুন ও যুবসমাজ ধ্বংস হতে পারে বলে অনেকে আশংকা করছেন। তাই এলাকাবাসী এই জুয়ার আসর বন্ধের স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।