প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৩ , ৫:২৪:২৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) আফগানিস্তানে শৈত্যপ্রবাহ এবং ব্যাপক ঠাণ্ডা আবহাওয়ায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে প্রচণ্ড ঠাণ্ডায় মারা গেছে ৭০ হাজার গবাদিপশু। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের অনেক প্রদেশে ব্যাপক ঠাণ্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। এ ছাড়া দেশটির মধ্যাঞ্চলীয় ঘোর অঞ্চলে গত সপ্তাহান্তে রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ।
এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি এবং ভিডিওতে আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ভারী তুষারপাতের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে বলে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, তালেবান শাসনের অধীনে এটি আফগানিস্তানের দ্বিতীয় শীত। দেশটি একটি মানবিক সংকটের মধ্যে রয়েছে এবং আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি খাদ্য সংকটের সম্মুখীন। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং তালেবান প্রশাসনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে। -ডেস্ক রিপোর্ট