• সারাদেশ

    ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজন আটক

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৩ , ১:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ আফজাল হোসেন (দিনাজপুর২৪.কম)  দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পুলিশ মাদক বিরোধী অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৭ বোতল মদসহ মোঃ রুকুনুজ্জামান বাদশা(২৮) নামে একজনে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
    গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফ তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের ঝাজিরা(মোল্লাপাড়া) গ্রামে থেকে রুকুনুজ্জামন বাদশাকে আটক করে। আটককৃত রুকুনুজ্জামান এলুয়াড়ী ইউনিয়নের ঝাজিরা(মোল্লাপাড়া) গ্রামের আব্দুল খালেকের পুত্র।
    ফুলবাড়ী থানার অফিসার তদন্ত ওসি ও অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, আটককৃত মোঃ রুকুনুজ্জামান বাদশার কাছ থেকে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করি। যার আনুমানিক মুল্যে প্রায় ২১ হাজার টাকা হবে। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২৪(ক) ধারায় মামরা দায়ের করা হয়েছে। যার মামলা নং ১০,তারিখ-২০.০১.২০২৩ইং।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content