প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৩ , ২:০৯:১০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) মেয়ে রাহার বয়স এখনো তিন মাস পার হয়নি। এর মধ্যেই বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা তিনি!
সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। এর মাঝেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিষয়টি সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানিয়েছে কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র। এ বিষয়ে এখনো মুখ খোলেননি আলিয়া ও রণবীর।
গত বছরের ১৪ এপ্রিল রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। তারপর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে মেয়ে রাহার জন্ম দেন আলিয়া। যদিও মেয়ের মুখ এখননো প্রকাশ্যে আনেননি তারা। আলোকচিত্রীদের বলা হয়েছে, কমপক্ষে দু’বছর বয়স পর্যন্ত রাহার ছবি না তুলতে।
সামনে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি।’