প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ৭:১৭:২৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) চার বছর পর ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আগামীকাল। শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের এই সিনেমাটি ইতোমধ্যেই বেশ আওয়াজ তুলেছে বলিউডে। সাফটা চুক্তির আওতায় ভারতের সঙ্গে মিলিয়ে একই দিন ‘পাঠান’ বাংলাদেশেও মুক্তির জন্য আবেদন করা হয়। কিন্তু অবশেষে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একাধিক সূত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আজ বিকেলে সাফটা চুক্তির আওতায় সিনেমাটি মুক্তির বিষয়ে মন্ত্রণালয়ে (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সবার সম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ‘পাঠান’ দেশের মুক্তির বিষয়ে রায় দেয়নি।
জানা যায়, সাফটা চুক্তির আওতায় দেশের ‘পাঠান’ আর ভারতে যাওয়ার কথা ছিল শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’ সিনেমাটি।
এদিকে, ‘পাঠান’র ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই তুমুল আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে অ্যাকশন মুডে ধরা দিয়েছেন শাহরুখ ও দীপিকা। যা আগে কখনো দেখা যায়নি। সম্প্রতি দুবাইয়ে হাজির হয়েছিলেন শাহরুখ নিজেই। তখনই বুর্জ খলিফায় প্রদর্শিত হয় পাঠানের ট্রেলার।
উল্লেখ্য, ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ছবির অন্যান্য চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। -ডেস্ক রিপোর্ট