প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৮:১২:১৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ইন্দুরকানী সদর বাজারে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম নাছরুল্লাহ আল কাফী। তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
ওষুধ ব্যবসায়ী সিরাজুল বলেন, ‘সাংবাদিক কাফীর সঙ্গে স্ত্রীর কাছে সেলাই মেশিনের ৫০০ টাকা পাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে নাছরুল্লাহ আল কাফীকে কয়েকটি কিল ঘুষি দিই।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীর উপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। -ডেস্ক রিপোর্ট