• সারাদেশ

    দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ১০:২৪:১৪ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা উপলক্ষ্যে জনসমাবেশ করা হয়েছে।
    উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় ২নং রাইচ মিল চত্বরে শনিবার বিকেলে (২৮ জানু:) উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীরের সঞ্চালনায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ম-ল।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সাবেক এম,পি আজিজুল হক চৌধুরী, সাবেক এম,পি আব্দুল লতিফ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমূখ।
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।