প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৩ , ১:৫০:১০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ক্রিকেট মাঠে তার দাপট বিস্ময়কর। একের পর এক চার-ছক্কায় মাঠ মাতিয়ে রাখেন। বলা হচ্ছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কথা। সম্প্রতি আইসিসি ওয়ানডে ও বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। তবে মাঠে যত সাবলীল থাকেন না কেন, নারী ভক্তদের সামনে ব্যাপক অস্বস্তিতে পড়েন বাবর। এবার নারী ভক্তদের থেকে বাঁচতে এক বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে বাঁচলেন পাকিস্তান দলনেতা।
পাকিস্তানের আম্পায়ার আলিম দারের ছেলের বিয়েতে ঘটনাটি ঘটেছে। সেখানেই অতিথি হিসেবে গিয়েছিলেন বাবর। অনুষ্ঠানের সেরা আকর্ষণও ছিলেন তিনি। বাবরকে দেখে ছবি তোলার জন্য ছুটে আসেন অনেকে। বেশ কয়েক জনের সঙ্গে ছবি তোলেন বাবর। কিন্তু এক দল নারী তাকে ঘিরে ধরতেই অস্বস্তিতে পড়ে যান তিনি।