• Top News

    রাব্বনীর মাথায় ধোঁয়া ওঠার কারণ জানতে তদন্ত কমিটি

      প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৩ , ৪:৩৫:৫৯ প্রিন্ট সংস্করণ

    পান থেকে মাথায় ধোঁয়া উঠা ব্যক্তি গোলাম রব্বানী। ছবি: সংগ্রহীত

    (দিনাজপুর২৪.কম) ‘পান খেলে মাথা থেকে বের হয় ধোঁয়া’ এই শিরোনামে গত ২৫ জানুয়ারিতে একটি সংবাদ প্রচার হয়। এ ঘটনার পর থেকে নাটোরের বাগাতিপাড়ার সেই গোলাম রব্বানীর ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তা এখন ভাইরাল।

    তিনি এখন ‘ধোঁয়া মানব’ হিসেবে এলাকায় পরিচিতি পেতে শুরু করেছেন। গত ৬ দিন ধরে তাকে এক নজর দেখতে বাড়িতে ও স্থানীয় যোগীপাড়া বাজারে অনেক মানুষ ভিড় করছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, সম্প্রতি বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের চকগাজিপুর গ্রামের গোলাম রব্বানীর পান খেলে মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এ ঘটনাটি নাটোরের সিভিল সার্জন ডা. রোজি আরার নজরে আসে। তিনি গতকাল সোমবার এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেন।

    -সংগ্রহীত

    মেডিকেল টিমে বাগাতিপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাককে প্রধান করা হয়েছে। কমিটিতে অন্য দুই সদস্যরা হলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এএইচএম আনিসুজ্জামান পিয়াস এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানুর রহমান। মেডিকেল টিম আগামী বুধবার গোলাম রব্বানীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং কাঁচা সুপারি দিয়ে পান খেলে তার মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণ খুঁজে দেখবেন। যদিও এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা এটি স্বাভাবিক ঘটনা বলে দাবি করেছিলেন।

    গোলাম রব্বানী বলেন, বিভিন্ন গণমাধ্যম কর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীরা আমার এই বিষয়টি দেখেন এবং তা প্রচার করেন। গত ৬ দিন ধরে আমার বাড়ি ও যোগীপাড়া বাজারে শত শত লোক প্রতিদিন আমাকে দেখতে ভিড় করছেন। আমার সঙ্গে আড্ডার পাশাপাশি কেউ কেউ সেলফিও তুলছেন। বিষয়টি আমি বেশ উপভোগ করছি।’

    প্রসঙ্গত, পেশায় গরু ব্যবসায়ী গোলাম রব্বানী কাঁচা সুপারি দিয়ে পান খেলে গত ৭-৮ বছর থেকে ঘামের সঙ্গে সঙ্গে মাথা দিয়ে ধোঁয়া বের হয়। পান শেষ হয়ে গেলে তার ধোঁয়া উঠাও বন্ধ হয়। এতে তার শারীরিক কোনো সমস্যা হয় না। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content