প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৩ , ৪:৩৫:৫৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ‘পান খেলে মাথা থেকে বের হয় ধোঁয়া’ এই শিরোনামে গত ২৫ জানুয়ারিতে একটি সংবাদ প্রচার হয়। এ ঘটনার পর থেকে নাটোরের বাগাতিপাড়ার সেই গোলাম রব্বানীর ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তা এখন ভাইরাল।
তিনি এখন ‘ধোঁয়া মানব’ হিসেবে এলাকায় পরিচিতি পেতে শুরু করেছেন। গত ৬ দিন ধরে তাকে এক নজর দেখতে বাড়িতে ও স্থানীয় যোগীপাড়া বাজারে অনেক মানুষ ভিড় করছেন।
-সংগ্রহীত
মেডিকেল টিমে বাগাতিপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাককে প্রধান করা হয়েছে। কমিটিতে অন্য দুই সদস্যরা হলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এএইচএম আনিসুজ্জামান পিয়াস এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানুর রহমান। মেডিকেল টিম আগামী বুধবার গোলাম রব্বানীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং কাঁচা সুপারি দিয়ে পান খেলে তার মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণ খুঁজে দেখবেন। যদিও এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা এটি স্বাভাবিক ঘটনা বলে দাবি করেছিলেন।
গোলাম রব্বানী বলেন, বিভিন্ন গণমাধ্যম কর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীরা আমার এই বিষয়টি দেখেন এবং তা প্রচার করেন। গত ৬ দিন ধরে আমার বাড়ি ও যোগীপাড়া বাজারে শত শত লোক প্রতিদিন আমাকে দেখতে ভিড় করছেন। আমার সঙ্গে আড্ডার পাশাপাশি কেউ কেউ সেলফিও তুলছেন। বিষয়টি আমি বেশ উপভোগ করছি।’
প্রসঙ্গত, পেশায় গরু ব্যবসায়ী গোলাম রব্বানী কাঁচা সুপারি দিয়ে পান খেলে গত ৭-৮ বছর থেকে ঘামের সঙ্গে সঙ্গে মাথা দিয়ে ধোঁয়া বের হয়। পান শেষ হয়ে গেলে তার ধোঁয়া উঠাও বন্ধ হয়। এতে তার শারীরিক কোনো সমস্যা হয় না। -ডেস্ক রিপোর্ট