(দিনাজপুর২৪.কম) আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক না থাকলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। সাম্প্রতিক এমন ঘটনায় বিব্রত করেছে বিচার বিভাগকে। এজন্য সু-সম্পর্ক বজায় রেখে বিচার কার্যক্রম করতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির নব নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন বাস্তবায়ন করেছেন। করোনাকালীন সময়ে অনলাইনের মাধ্যমে প্রায় চার লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। দেশ ডিজিটাল হয়েছে বলেই সংকট মেটানো সম্ভব হয়েছে।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল, আইন সচিব গোলাম সারোয়ার, জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনসহ রাজনৈতিক নেতারা। পরে আইনমন্ত্রী বার সমিতি, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কম্পিউটার তুলে দেন। -ডেস্ক রিপোর্ট