• Top News

    ৯ সেপ্টেম্বর ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৫২:৪২ প্রিন্ট সংস্করণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

    (দিনাজপুর২৪.কম) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনে বাংলাদেশকে ‘অতিথি রাষ্ট্র’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

    আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।

    প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের ইস্যুর বিষয়ে কোনো ধরনের অগ্রগতি হলে পরে জানানো হবে। প্রধানমন্ত্রী জাপান সফরের এখন দিনক্ষণ ঠিক হয়নি।

    আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, সকল কূটনীতিকদের ভিয়েনা কনভেনশন অনুযায়ী রীতিনীতি মেনে চলা উচিৎ। -ডেস্ক রিপোর্ট

    আজ সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন। ছবি-সংগ্রহীত
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content