প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। আজ শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হওয়া খেলায় নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পায় বাংলাদেশের মেয়েরা। রিপার বাড়ানো পাসে বাংলাদেশকে লিড এনে দেন আকলিমা খাতুন। এরপর ম্যাচের ১৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। দুই গোলে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নেপাল। ম্যাচের ২৪ মিনিটে কর্নার থেকে থেকে গোল করে ব্যবধান কমান নেপালের মানমায়া দামাই।
৩ পয়েন্ট নিয়ে আছে সাফ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে ১২ গোলের ব্যবধানে জিতে ভারত আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল।