• Top News

    বিয়ের গোপনীয়তা নষ্ট হওয়ায় শাহীন আফ্রিদির ক্ষোভ

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৪৮:৪৬ প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করেন জাতীয় দলের বর্তমান তারকা শাহীন আফ্রিদি। করাচিতে শুক্রবার এক জমকালো অনুষ্ঠানে শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে শাহীনের বিয়ে সম্পন্ন হয়।

    বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন।

    অতিথিদের মধ্যে অনুষ্ঠানে ছিলেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম, সীমিত ওভার ক্রিকেটের সহ-অধিনায়ক শাদাব খান, সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ থেকে বিপিএল খেলে যাওয়া পেসার নাসিম শাহও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    তবে আনন্দের মাঝেও বিয়ের গোপনীয়তা নষ্ট হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন শাহীন আফ্রিদি।

    হতাশার কথা জানিয়ে পাক পেস তারকা টুইটারে লিখেন, ‘এটি খুবই হতাশাজনক যে বহুবার ও বারবার অনুরোধ সত্ত্বেও, আমাদের গোপনীয়তাকে আঘাত করা হয়েছে এবং মানুষ কোনো অপরাধবোধ ছাড়াই এটিকে শেয়ার করে চলেছে। আমি বিনীতভাবে আবারও সবাইকে অনুরোধ করতে চাই যে আমাদের স্মরণীয় বড় দিনটি নষ্ট করার চেষ্টা করবেন না।’ -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content