প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০২:০৪ প্রিন্ট সংস্করণ
মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাটে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। নিজ বাড়ির উঠোনে আমগাছে রশিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি। ৫ ফেব্রুযারী রবিবার ভোরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।নিহত শহিদুল ইসলাম ঘোড়াঘাট পৌরনভার মহুয়ারবাগ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। নিহতের পরিবার জানায়, রবিবার ভোরে নিহতের মেয়ে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজে বাইরে এসে বাড়ির উঠোনে আমগাছে ঝুলন্ত অবস্থায় তার বাবার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে উঠে । তারা থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।