প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:২৬:২০ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে চাঞ্চল্যকার ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। জানা গেছে, র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলাধীন আশুলিয়া থানার একটি চাঞ্চল্যকর ধর্ষন মামলার একজন আসামী দিনাজপুর জেলাধীন ফুলবাড়ী থানা এলাকায় অবস্থান করছে। র্যাব-১৩ এর বিশেষ টিম ০৬ জানুয়ারি রাতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন বেদ দিঘী এলাকা ধর্ষন মামলার আসামী নওপাড়া, হাকিমপুর, দিনাজপুর জেলার মোঃ আসাদুজ্জামান রকিকে গ্রেফতার করে। র্যাব-১৩ জানায়, রকি আত্মগোপনে ছিল।
উল্লেখ্য থাকে যে, গত ১৪/০৩/২০২২ইং তারিখে রাত আনুমানিক সাড়ে ৯টায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠগড়া বাজার এলাকাস্থ আসামী রকি খালি বাসায় গ্যাসের চুলায় সমস্যার কথা বলে একই বিল্ডিংয়ের প্রতিবেশিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ইতোমধ্যে এই ধর্ষণ মামলাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনায় আসে। র্যাব-১৩ এর ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ দিনাজপুর২৪.কমকে জানান, বহু কষ্টে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ আসাদুজ্জামান রকিকে আমরা গ্রেফতার করতে পেরেছি। আসামীতে দিনাজপুর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।