• Top News

    র‍্যার ১৩ অভিযানে মাইক্রোবাসে বাংলাদেশ টেলিভিশনের স্টিকার লাগানো মাদক বহনকারী গ্রেফতার

      প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৩৯:৫২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম)দিনাজপুরের ফুলবাড়ীতে ১৭৬ পিস ফেন্সিডিল সহ বাংলাদেশ  টেলিভিশনের  স্টিকার  লাগানো মাইক্রোবাস সহ দিনাজপুর র‍্যাব ১৩  একজন  মাদক বহনকারীকে গ্রেফতার   করেছেন। যার আনুমানিক মুল্য ১,৭৬০০০ টাকা।

     বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) রাত  ২ টা  ৩০ মিনিটে  সময়  গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর  ফুলবাড়ী ৭ নং শিবনগর ইউনিয়ন ফকির পাড়া ( ঘাটপাড়া সাকিন – ই মেসার্স  ফুলবাড়ী ফিলিং স্টেশন সামনে দেয়া  তথ্য মতে সন্দেহ   জনক  গাড়ি তল্লাশি চালিয়ে এক জনকে  গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত হলেন  মো. রাজন সরদার, রাজু ( ২৮) পিতা মো.সহিদ সরদার , সাং চক জুসুরগাঁ ( ইদিলপুর) থানা ডামুড্যা জেলা শরীয়ত পুর মাইক্রোবাসের সিটে পিছনের সিটে  আরো একজন আসামি বসা সে র‍্যাব সদস্যকে দেখে মাইক্রোবাস থেকে দৌড়ে পালায় । গাড়ির সামনে লাগানো স্টিকার ছিল বাংলাদেশ টেলিভিশন  ( বি.টি.বি) ভিতর থেকে একটি ক্যামেরা  একটি মাইক্রোফোন সব গুলোতে বাংলাদেশ টেলিভিশন স্টিকার  লাগানো ছিলো পুরানা মাইক্রোবাস যার রেজিস্ট্রেশন নং  ঢাকা মেট্রো – চ – ৫৩৩৫৮১ গাড়ীর। র‍্যাব ১৩ সিপিসি-১  মো. হাফিজুর রহমান উপ – সহকারী পরিচালক তার সঙ্গীয় ফোর্স সহ  মাদক বহনকারীকে   গ্রেপ্তার করেন।
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content