• খেলাধুলা

    এশিয়ান ইনডোরের সেমিতে ইমরানুর

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১১:৩৯ প্রিন্ট সংস্করণ

    ইমরানুর রহমান। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) বাংলাদেশের দ্রুততম মানব হিসেবে ইতোমধ্যে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন ইমরানুর রহমান। এবার এই তারকা কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছেন। আজ শনিবার সকালের হিটে সেমিফাইনালে উঠেছেন তিনি।

    ৬০ মিটার স্প্রিন্টে ২ নম্বর হিটে অংশ নেন ইমরান। যেখানে তিনি ৬ দশমিক ৭০ টাইমিং নিয়ে ওই হিটে প্রথম হন।

    আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দৌড়াবেন ইমরান। গত বছরও তিনি বিশ্ব ইনডোরের সেমিফাইনালে উঠেছিলেন।
    এবারে এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। গতকাল অবশ্য প্রথম দিনে ভালো  করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৬০ মিটার স্প্রিন্টে নিজের হিটে আটজনের মধ্যে সবার শেষে দৌড় শেষ করেন। -ডেস্ক রিপোর্ট
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content