• Top News

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে: মান্না

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১৩:৩৯ প্রিন্ট সংস্করণ

    বক্তব্য দিচ্ছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগ্রহীত

    (দিনাজপুর২৪.কম) আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে কোন ভালো কাজটি করেছে? চালের দাম বৃদ্ধি করে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত না করে, এটাকে কোনো উন্নয়ন বলা যায় না।’

    সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১৪ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচি শুরুর আগে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ।

    চলমান যুগপৎ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ পাড়া-মহল্লায় পাহারাদার রেখেছে জানিয়ে মান্না বলেন, ‘তাদেরকে পাহারাদারই থাকতে হবে, যারা পাহারাদারে আছেন তাদের প্রত্যেককেই জেলে ঢুকতে হবে। আর অনির্বাচিত সরকার ভোট না করে ক্ষমতায় থাকতে পারবে না। ওরা (আওয়ামী লীগ) ভোট চোর, ওরা ডাকাত, ওরা মানুষ খুন করে, গোপনে ভোট চুরি করে কিন্তু স্বীকার করে না, ওদের হৃদয় নাই।’ -ডেস্ক রিপোর্ট
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content