প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১৩:৩৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে কোন ভালো কাজটি করেছে? চালের দাম বৃদ্ধি করে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত না করে, এটাকে কোনো উন্নয়ন বলা যায় না।’
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১৪ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচি শুরুর আগে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ।