• Top News

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প বাড়ছে মৃত্যুর মিছিল, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৫৩:৫১ প্রিন্ট সংস্করণ

    তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল

    (দিনাজপুর২৪.কম) সিরিয়া-তুরস্কে গত সোমবারে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের মৃত্যুর মিছিল থামছেই না। আজ রোববার পর্যন্ত দেশ দুইটিতে নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। দক্ষিণ তুরস্কে অস্থিতিশীল পরিস্থিতির কারণে কিছু জায়গায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সেখানে দায়িত্বরত তিনটি উদ্ধারকারী দল।

    এদিকে, যদিও গত কয়েকদিনে অলৌকিকভাবে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু জীবিত অবস্থায় আরও অনেককে উদ্ধারের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।

    এ ছাড়া অজ্ঞাত গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গত শনিবার জার্মান উদ্ধারকারী দল এবং অস্ট্রিয়ান সেনাবাহিনী তাদের তল্লাশি অভিযান স্থগিত করেছে।

    একজন উদ্ধারকারী বলেছেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এ পর্যন্ত প্রায় ৫০ জনকে লুটপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

    তবে, তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, কেউ আইন ভঙ্গ করলে তিনি জরুরি ক্ষমতা ব্যবহার করবেন।

    অস্ট্রিয়ান সেনাবাহিনীর একজন মুখপাত্র শনিবার ভোরে জানিয়েছেন, হাতায় প্রদেশে অজ্ঞাত গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হওয়ায় অস্ট্রিয়ান ফোর্সেস ডিজাস্টার রিলিফ ইউনিটের বেশ কয়েকজন কর্মী অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একটি বেস ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়।

    লেফটেন্যান্ট কর্নেল পিয়েরে কুগেলওয়েস এক বিবৃতিতে বলেছেন, তুরস্কে বিরোধী পক্ষগুলোর মধ্যে আগ্রাসন বাড়ছে।

    অস্ট্রিয়া উদ্ধার প্রচেষ্টা স্থগিত করার কয়েক ঘণ্টা পরে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তুর্কি সেনাবাহিনী সুরক্ষা দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে, যেন উদ্ধার অভিযান পুনরায় শুরু করা যায়।

    সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপ আইএসএআর এবং জার্মানির ফেডারেল এজেন্সি ফর টেকনিক্যাল রিলিফের (টিএসডব্লিউ) জার্মান শাখাও নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে অভিযান স্থগিত করেছে। আইএসএআর-এর মুখপাত্র স্টেফান হাইন বলেন, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, গুলিও চালানো হয়েছে।

    আইএসএআর-এর অপারেশন ম্যানেজার স্টিভেন বেয়ার বলেছেন, তিনি আশা করেছিলেন যে খাদ্য, পানি সেইসাথে মানুষকে জীবিত উদ্ধারের আশা ক্রমশ ক্ষীণ হয়ে পড়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

    তিনি বলেন, আমরা নিরাপত্তা পরিস্থিতির খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।

    তুর্কি কর্তৃপক্ষ পরিস্থিতি নিরাপদ করে তোলার সাথে সাথেই জার্মান উদ্ধারকারী দলগুলো আবার কাজ শুরু করবে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর প্রকাশ করেছে।

    যদিও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হাতায়ে অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে কোন মন্তব্য করেননি, তিনি শনিবার পুনর্ব্যক্ত করেছেন যে সরকার এই অঞ্চলে অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

    এএফপি জানিয়েছে, লুটপাটের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নগদ অর্থ, গহনা এবং ব্যাংক কার্ডসহ বেশ কয়েকটি বন্দুক জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে।

    আন্তাকিয়ায় একটি ধসে পড়া ভবনে সহকর্মীকে খুঁজছিলেন ২৬ বছর বয়সী এক ব্যক্তি, তিনি রয়টার্সকে বলেছেন, লোকজন দোকান এবং গাড়ির জানালা ও বেড়া ভেঙে ফেলছে।

    গাজিয়েনটেপ ও সানলিউরফা প্রদেশে ভবন ধসে পড়ার ঘটনায় তুর্কি পুলিশ ১২ জনকে আটক করেছে বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে ভবনের ঠিকাদাররা রয়েছেন, ডিএইচএ নিউজ এজেন্সি এমন খবর প্রকাশ করেছে।

    বড় আকারের ট্র্যাজেডি এড়ানো যেত কিনা এবং প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার জীবন বাঁচাতে আরও কিছু করতে পারত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে, ২০ বছর ক্ষমতায় থাকা এই নেতার ভবিষ্যৎ নড়বড়ে হয়ে পড়েছে এবং তার জাতীয় ঐক্যের আহ্বানও উপেক্ষিত হয়েছে।

    এরদোয়ান ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কিছু ভুল হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি একটি দুর্গত এলাকায় পরিদর্শনের সময় এই ভূমিকম্পের পেছনে ভাগ্যকে দোষারোপ করে বলেন, এ ধরনের ঘটনা সবসময় ঘটেছে। এটি নিয়তির অংশ। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content