• Top News

    মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:২৬:৫২ প্রিন্ট সংস্করণ

    কথা বলছেন ডা. এ জেডএম জাহিদ হোসেন

    (দিনাজপুর২৪.কম) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক কোনো জটিলতা ধরা পড়েনি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেডএম জাহিদ হোসেন।

    আজ সোমবার হাসপাতালে গিয়ে মহাসচিবের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

    আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের অফিসে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে জরুরি ভিত্তিতে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

    ডা. জাহিদ বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াকের এইচডিইউতে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এন এ এম মোমেনুজ্জামান তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও কিছু করতে দেওয়া হয়েছে। যেসব রিপোর্ট পাওয়া গেছে, তাতে করে এখন পর্যন্ত আল হামদুলিল্লাহ কোনো জটিলতা খুঁজে পাওয়া যায়নি। বাকি রিপোর্টগুলো আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে। এগুলো দেখে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এন এ এম মোমেনুজ্জামান পরবর্তী চিকিৎসা দেবেন। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।