• বিনোদন

    দুই স্ত্রীর দ্বন্দ্বে ভালো নেই শাকিব

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:২৯:৩২ প্রিন্ট সংস্করণ

    অপু বিশ্বাস (বাঁ থেকে), শাকিব খান ও বুবলী

    ‘আগুন’ সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পান চিত্রনায়ক শাকিব খান। অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কথার যুদ্ধে নেমেছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। কেউ যেন কাউকে ছেড়ে কথা বলছেন না! এসব কর্মকাণ্ডে খুবই বিরক্ত শাকিব খান। শুধু তাই না, মানসিকভাবেও ভালো নেই তিনি- এমনটা জানালেন এই নায়কের ঘনিষ্ঠ একাধিক সূত্র। তাদের কথায়, যদিও এসব নিয়ে শাকিব মোটেও মাথা ঘামাচ্ছে না। তারপরও তাদের এমন কর্মকাণ্ডে খুব বিরক্ত তিনি। এর কারণে মানসিকভাবে আঘাত পাচ্ছেন এই নায়ক। যার কিছুটা প্রভাব তার কাজেও পড়েছে।

    উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, শাকিব-অপুর বিয়ে করেছেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন শাকিব। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ। অপুকে ডিভোর্স দেওয়ার চার মাস পরই বুবলীকে বিয়ে করেছিলেন শাকিব খান। আর তাদের এই সংসারেও রয়েছে একটি পুত্রসন্তান। গুঞ্জন আছে, এই সংসারেও ভেঙে গেছে! তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ শাকিব-বুবলী। -নিউজ ডেস্ক

     

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।