• Top News

    ইবি ছাত্রী নির্যাতন: তদন্ত কমিটির মুখোমুখি অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩২:৩৪ প্রিন্ট সংস্করণ

    তদন্ত কমিটির মুখোমুখি অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী। ছবি: সংগ্রহীত

    (দিনাজপুর২৪.কম) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলপরী খাতুন নামে নবীন এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ তার সহযোগীদের সাক্ষাতকার নিয়েছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি সদস্যরা। আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ একাডেমিক ভবনে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল তাদের সাক্ষাতকার নেন।  জানা গেছে, প্রথমে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি ও পরে হল প্রশাসন তদন্ত কমিটি অভিযুক্ত দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। এর আগে গত শনিবার ক্যাম্পাসে ফিরে পৃথক তদন্ত কমিটির কাছে সাক্ষাতকার দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন। এ সময় তিনি অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিচার চেয়েছেন। তদন্ত কমিটির নির্দেশে চার পৃষ্ঠার নতুন একটি বর্ণনা জমা দিয়েছেন ফুলপরী খাতুন।

    তদন্ত কমিটির সাক্ষাতকার শেষে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা বলেন, ‌‘আমরা তদন্ত কমিটিকে সকল তথ্য প্রমাণ জানিয়েছি। তদন্ত চলছে আমি কিছুই জানাতে চাচ্ছি না। তদন্ত শেষ হলে সবাই সঠিকটা জানতে পারবেন। এ ছাড়া তদন্ত রির্পোট সত্যিটাই আসবে বলে আশা করি।’

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘আমরা তদন্তের কাজ বেশ এগিয়ে গিয়েছি। দ্রুত তদন্ত শেষ করতে পারব বলে আশা করছি। সিসিটিভি ফুটেজের জন্য হল প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছু জানাতে চাচ্ছি না।’

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content