প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩২:৩৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলপরী খাতুন নামে নবীন এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ তার সহযোগীদের সাক্ষাতকার নিয়েছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি সদস্যরা। আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ একাডেমিক ভবনে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল তাদের সাক্ষাতকার নেন। জানা গেছে, প্রথমে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি ও পরে হল প্রশাসন তদন্ত কমিটি অভিযুক্ত দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। এর আগে গত শনিবার ক্যাম্পাসে ফিরে পৃথক তদন্ত কমিটির কাছে সাক্ষাতকার দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন। এ সময় তিনি অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিচার চেয়েছেন। তদন্ত কমিটির নির্দেশে চার পৃষ্ঠার নতুন একটি বর্ণনা জমা দিয়েছেন ফুলপরী খাতুন।