প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩৫:৪১ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) অস্ট্রেলিয়া শিবিরে চোট, শঙ্কা চলছেই। এমনিতেই ভারত সফরে ৪ টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে বসেছে দলটি। এবার দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সেরও অনুপস্থিতি তাদের ভোগাবে পারে। কামিন্স হুট করে দেশে ফিরে যাচ্ছেন । এ নিয়ে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, পারবারিক কারণেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ডানহাতি এই পেসার। তবে ভারতে পা রাখবেন তৃতীয় টেস্টের ঠিক আগ দিয়েই। অন্যদিকে ইনজুরিতে পুরো সফর থেকেই ছিটকে গেছেন তারকা পেসার জশ হ্যাজেলউড। ইনজুরির কারণে প্রথম দুই টেস্টে খেলা হয়নি তার। দিল্লিতে দ্বিতীয় টেস্টে মাথায় আঘাত পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। পরে তার কনকাশন বদলি হিসেবে ম্যাট রেনশকে নামানো হয়েছিল। তৃতীয় টেস্টে ওয়ার্নারের ফেরা নিয়েও শঙ্কা আছে। এদিকে হালকা ইনজুরি সমস্যা আছে স্পিনার টড মার্ফির। এই ঘূর্ণি তারকা এই সফরেই অভিষেক টেস্টে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। অবশ্য শতভাগ ফিট হয়ে উঠেছেন ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ক। এছাড়া তৃতীয় টেস্টে আগে যোগ দেবেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন। ইন্দোরে আগামী ১ মার্চ থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। -ডেস্ক রিপোর্ট