• সারাদেশ

    দিনাজপুরে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি,নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:১৪:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোস্তাফিজার রহমান (দিনাজপুর২৪.কম)
    দিনাজপুরে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করায় নারীর সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা ঘটে দিনাজপুর ৮ নং উপশহরের এক বাসায়। দিনাজপুর শহরে মোবারক নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার পর বিভিন্ন ভাবে অশ্লীল ছবি তুলে ও ভিডিও ধারন করে ব্লাকমেইলিং করার অপরাধে এক নারীসহ ৩ অপহরণকারিকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত ব্যবসায়ী মোবারকের স্ত্রী নাজমা পারভীনের ৯৯৯ নম্বরে তথ্য সেবায় ফোন দিয়ে পুলিশের সাহায্যে সোমবার রাত ১২’টার দিকে তাদের দিনাজপুরের ৮ নং উপশহরের মৌসুমী বেগমের ভাড়া বাসা থেকে ব্যবসায়ী মোকাররম হোসেন (৪৮) কে উদ্ধার করে এবং ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করে। অপহরণকারীরা হলেন দিনাজপুর শহরের লালবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলানের ছেলে মোঃ হারুন উর রশীদ হারুন (২৬), দিনাজপুর দক্ষিণ কোতয়ালী মালিগ্রাম দিঘীপড়া গ্রামের মোঃ রফিউদ্দিন আমেদের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন শিমুল (৩৫)ও পীরগঞ্জ উপজেলার জয়নাল আবেদীনের মেয়ে এবং বর্তমানে দিনাজপুর ৮ নং উপশহরে অবস্থানরত সাকিবা আক্তার পুতুল ওরফে কাজল (২৮)দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তানভিরুল ইসলাম জানান সোমবার সকালে পুলহাট এলাকার ধান-চাল ব্যবসায়ী মোবারক হোসেনকে কৌশলে মোটর সাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এখানে মোবারকে বিভিন্ন অশ্লীল ছবি তুলে এবং ভিডিও ধারন করে।এর পর তার অভিভাকের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।বিকাশের মধ্যমে ২০ হাজার টাকাও নেয়।মোবারকের ম্যানেজার মহুবুল হোকের মাধ্যমে পরে আরো দুই লাখ টাকা নেয়। ফলে মোবারকের স্ত্রী নাজমা পারভীন ৯৯৯ সেবা নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানায়।পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারি ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।তবে আরেক আসামি তরিকুল ইসলাম পলাতক রয়েছে। পুলিশ অপহরণে ব্যবহৃত মোটর সাইকেল,দুটি মোবাইল ফোন,মুক্তিপণের দেড় লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। অপহরণকারীদের নামে মামলা প্রক্রিয়াধীন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content