• Top News

    বিকেলে এভারকেয়ারে যাচ্ছেন খালেদা জিয়া

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৪৯:৫৯ প্রিন্ট সংস্করণ

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া - ছবি : সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরিক্ষা’র জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হবেন তিনি।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দলটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তখন শর্ত দেয়া হয়েছিল, তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে। এরপর বিভিন্ন সময় বিএনপি তাকে বিদেশ নেয়ার দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।

    কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায়ই থাকছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে ছয় দফায় ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল। বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।

    উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরিক্ষা’র জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content