• বিনোদন

    শাকিব থেকে মুখ ফিরিয়ে নিলেন পূজা

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১:০৯:৪৮ প্রিন্ট সংস্করণ

    ‘গলুই’ সিনেমার দৃশ্যে শাকিব-পূজা

    (দিনাজপুর২৪.কম) সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা ‘মায়া’। শুরুতে জানা যায়, এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। আর এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। তবে ‘মায়া’য় শাকিবের বিপরীতে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিলেন পূজা।

    তার ভাষ্য, ‘আমি মায়া সিনেমাটি করছি না। আমার কাছে সহশিল্পীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গল্প।’

    গত বছর জুলাইয়ে ‘মায়া’র সঙ্গে পূজার যুক্ত হওয়ার খবরটি জানান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব। সে সময় শাকিব-পূজার ‘গলুই’ সিনেমাটি ছিল বেশ আলোচনায়। পাশাপাশি এই জুটিকে নিয়ে নানা গুঞ্জনও চলছিল শোবিজে।
    অবশেষে পূজার পক্ষ থেকে পরিষ্কার করা হলো তিনি আর শাকিব খানের সঙ্গে নেই। নায়ক হিসেবে তার কাছে গল্পই বেশি গুরুত্বপূর্ণ আর সে কারণেই শাকিবের থেকে মুখ ফিরিয়ে নিলেন পূজা।

    পূজা বলেন, ‘মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোন প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু, আমি “মায়া” সিনেমাটি করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

    এদিকে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে পূজার যে দূরত্ব ছিল, তা আর নেই। ক’দিন আগেই জাজে কাছে ক্ষমা চেয়ে আবারও প্রতিষ্ঠানটির হয়ে কাজ করার ইচ্ছে জানিয়েছেন পূজা। আর জাজের পক্ষ থেকেও জানানো হয়, তারা এই চিত্রনায়িকাকে ক্ষমা করে দিয়েছে। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।