• Top News

    কার্ডের মাধ্যমে ওএমএস দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১২:০৫ প্রিন্ট সংস্করণ

    কার্ডের মাধ্যমে ওএমএস দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। -পুরনো ছবি

    (দিনাজপুর২৪.কম) কার্ডের মাধ্যমে ওএমএস দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রী ওএমএসের অব্যবস্থাপনা দুর করে কার্ডের মাধ্যমে ওএমএস দিতে নির্দেশনা দিয়েছেন। ওএমএস ব্যবস্থাপনার কিছু ঘাটতি আছে। সেই ঘাটতি দুর করতে হবে। ওএমএস চলমান থাকবে। কাদের বা কারা ওএমএস পাবেন কিংবা কার্ড কারা পাবেন তা খাদ্য মন্ত্রণালয় আমাদের সঙ্গে বসে ঠিক করবে।

    কি ধরনের ঘাটতি রয়েছে জানতে চাইলে স্পষ্ট করে কিছু বলতে পারেননি মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘হয়তো ব্যবস্থাপনার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে কোনো অভিযোগ রয়েছে। এ ছাড়া ওএমএস নিয়ে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content