• Top News

    খুব শিগগিরই কার্ডের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ শুরু হবে: খাদ্যমন্ত্রী

      প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ৪:৩২:৪৪ প্রিন্ট সংস্করণ

    নওগাঁর পোরশায় খাদ্যগুদাম পরিদর্শক করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: সংগ্রহীত

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওএমএস) কার্ডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব শিগগিরই কার্ডের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ শুরু হবে।’

    আজ বৃহস্পতিবার সকালে নওগাঁর পোরশা উপজেলার কপালির মোড় বাজারে ওএমএসের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    খাদ্যমন্ত্রী বলেন, ‘এক ব্যক্তি বার বার ওএমএস এর চাল নেয়। সে আবার সেটা বিক্রি করে দেয়। আবার অনেকে পায় না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবণতা কমবে এবং সবাই চাল পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএসের চাল কিনতে পারবে।’
    চালের বাজার দর কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘দেশে চালের অনেক মজুদ আছে, কোনো অভাব নেই। এবারে আমনের উৎপাদন ভালো হয়েছে। বোরো ধানের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক নায্যমূল্য পাবে না। কৃষককে নায্যমূল্য দিতে হবে।’

    নিম্ন আয়ের লোকদের কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের জন্য ওএমএসে ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আবার মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লাখ পরিবার প্রতিমাসে একবার করে ৩০ কেজি চাল পাবে।’

    এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম প্রমুখ।

    পরে খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন এবং গুদামে রক্ষিত চালের গুণগতমান পরীক্ষা করে দেখেন। এরপর খাদ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপজেলার নিতপুর ও ছাওড় ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content