• Top News

    সায়েন্স ল্যাবে বিস্ফোরণে নিহতদের পরিচয় মিলেছে

      প্রতিনিধি ৫ মার্চ ২০২৩ , ৯:৪০:৪৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা সবাই তিনতলার একটি প্রতিষ্ঠানের কার্যালয়ের কর্মী।

    আজ রোববার সকাল পৌনে ১০টা ৫২ মিনিটের দিকে ঢাকা কলেজের পাশের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এতে নিহতরা হলেন শফিকুজ্জামান (৪৫), আবদুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। তাদের মধ্যে শফিকুজ্জামানের বাড়ি শরীয়তপুরে, তুষারের বাড়ি নরসিংদীতে। আর আবদুল মান্নান থাকেন ঢাকার লালবাগে। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়।
    সায়েন্স ল্যাব এলাকার তিনতলা ভবনে কী কারণে বিস্ফোরণ ঘটেছিল, তা জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল।

    সিটিটিসির প্রধান অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রহমত উল্লাহ আমাদের সময়কে বলেন, সায়েন্স ল্যাবের ওই ভবনে ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছেন তারা। কোনো কারণে আগুনের স্পর্শ পাওয়ার পর ভবনের ভেতর জমে থাকা এই মিথেন গ্যাস বিস্ফোরণে হলে এ দুর্ঘটনা ঘটে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।