• Top News

    পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ নিহত

      প্রতিনিধি ৬ মার্চ ২০২৩ , ৬:৪০:১৪ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলার ঘটনায় অন্তত নয় পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।
    সোমবার (৬ মার্চ) স্থানীয় সময় সকালে প্রদেশটির কাচ্চি ও সিবি জেলার মধ্যবর্তী বোলানের কামব্রি সেতুর ওপরে পুলিশ ভ্যানের কাছে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাচ্চি পুলিশের এসএসপি মাহমুদ নোতেজাই ডন ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

    আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ও নিরাপত্তা বাহিনী।
    হতাহতরা সবাই বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) সদস্য। প্রাদেশিক পুলিশের এই বিভাগটি কারাগারসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও স্পর্শকাতর এলাকাগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকে।
    মাহমুদ নোতেজাই এর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ হামলাকে আত্মঘাতী বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বেনজো হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে হামলার নিন্দা জানিয়েছেন। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।