• Top News

    দিনাজপুরে জিনের স্ত্রী পরিচয়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ : গ্রেফতার-৪

      প্রতিনিধি ৬ মার্চ ২০২৩ , ৬:৪৪:৩৮ প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগ্রহীত

    স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম) বেহেশতে জিনের মসজিদ বানিয়ে দেবেন ও জিনের সন্তানদের খাওয়া দাওয়া করানোর কথা বলে  দিনাজপুরে জিনের স্ত্রীর পরিচয় দিয়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী ও তাদের দুই সহযোগীসহ মোট চার প্রতারককে গ্রেফতার পুলিশ।  রোববার (৫ মার্চ) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। গ্রেফতারকালে প্রতারণার কাজে বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- লাইজু, আখি সূবর্ণা, আলতাফ হোসেন ও আল ইমরান আনন্দ। পুলিশ জানায়, শনিবার (৪ মার্চ) জেলার পৌর শহরের পাটুয়াপাড়া জাগরণী ক্লাব সমাজসেবা অফিস সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।  প্রায় ১০ বছর ধরে প্রতারক চক্রটি সহজ সরল নারীদেরকে টার্গেট করে এই প্রতারণার কাজ করে আসছে বলে জানায় পুলিশ।
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content