(দিনাজপুর২৪.কম) শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। জানা গেছে, হায়দরাবাদে ‘প্রজেক্ট-কে’ সিনেমার শুটিং করতে গিয়ে এক দুর্ঘটনায় পাঁজরে আঘাত পেয়েছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর সাথে সাথেই অভিনেতাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অভিনেতার। বর্তমানে ডাক্তারদের অবজারভেশনে বিশ্রাম নিচ্ছেন অভিনেতা।
খবরটি নিশ্চিত করে অমিতাভ তার ব্লগে লিখেছেন, ‘আমি আঘাত পেয়েছি… পাঁজরের কার্টিলেজ ভেঙেছে, ডান দিকের মাংসপেশিতে আঘাত পেয়েছি। শুটিং বাতিল করা হয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়েছি হায়দরাবাদের এআইজি হাসপাতালে, এরপর বাসায় চলে এসেছি। ব্যান্ডেজ করা হয়েছে, বিশ্রাম নিতে বলা হয়েছে। ব্যথা আছে…নড়তে এবং নিঃশ্বাস নিতে ব্যথা লাগে… কয়েক সপ্তাহ লাগবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে। ব্যথার ওষুধও দেয়া হয়েছে।’
৮০ এর দশকে ‘কুলি’ ছবির শুটিং করার সময় ভয়ানক আঘাত পেয়েছিলেন অমিতাভ। সেই আঘাত এতটাই গুরুতর ছিল তখন অনেকেই ভেবেছিলেন যে বিগ বি হয়তো আর সুস্থ হবেন না। তবে সব ভয় উড়িয়ে দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে রাজত্ব করেছেন এই বলিউড শাহেনশাহ।
‘প্রজেক্ট কে’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। প্রভাস ও দীপিকার সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। -ডেস্ক রিপোর্ট