প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ৫:০১:২৯ প্রিন্ট সংস্করণ
দিলীপ কুমার রায় কাহারোল (দিনাজপুর২৪.কম) “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ই মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাইম হাসান খানের সভাপতিত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী সেহান বীশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, পল্লী শ্রী মানব কল্যান পরিষদের প্রতিনিধি মোঃ মনতাজুল ইসলাম ও উপজেলার নারী নেতৃত্ব বৃন্দ প্রমুখ।