• Top News

    কাতার সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ৫:২৯:০৬ প্রিন্ট সংস্করণ

    ঢাকায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়

    (দিনাজপুর২৪.কম) কাতারে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

    ঢাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ সময় সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

    এর আগে স্থানীয় সময় সকাল ৮টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। এর আগে গত ৪ মার্চ এলডিসি বিষয়ক পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী দোহা পৌঁছান।
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।