• Top News

    আওয়ামী লীগের মদদে পঞ্চগড়ে হামলা: ফখরুল

      প্রতিনিধি ১৩ মার্চ ২০২৩ , ৮:৫৮:০৮ প্রিন্ট সংস্করণ

    কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    (দিনাজপুর২৪.কম) আওয়ামী লীগ সরকারের মদদে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ সোমবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে জেলা বিএনপির বর্ধিত সভায় তিনি এ অভিযোগ করেন।

    মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চগড়ে সাম্প্রতিক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যেটা আমাদের দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার কৌশলে এর দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কিন্তু বাংলাদেশের জনগণ এসব অপপ্রচারে বিশ্বাস করে না।’

    তিনি বলেন, ‘সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ব্যাপার হচ্ছে, ঘটনা ঘটার পরদিনই কোনো তদন্ত ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলে ফেললেন এটা বিএনপির লোকেরা সংঘটিত করেছে। এটা থেকে বোঝা যায় আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা পরিকল্পিত। এ ধরনের ঘটনা ঘটিয়ে তারা বিএনপিকে দোষারোপ করতে চায়। এটা আওয়ামী লীগের পুরনো অভ্যাস।

    ফখরুল অভিযোগ করেন, ‘অন্যায়ভাবে বিএনপির সমর্থক, নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৮০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পঞ্চগড়ে প্রকৃতপক্ষে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে; আমাদের নেতাকর্মীরা কেউ বাসায় থাকতে পারছেন না। তারা পালিয়ে বেড়াচ্ছেন।’

    তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর সুষ্ঠু, নিরপেক্ষ একটা তদন্তের জন্য সরকার ব্যবস্থা নেওয়ার কথা; কিন্তু তা না করে সরকার বিএনপিকে সমানে দোষারোপ করছেন। উদর-পিণ্ডি বুদোর ঘারে চাপানোর যে অভ্যাস সেটা সরকার করছে। এদের অন্য কোনো উপায় নেই; সরকার তার কৌশল অনুযায়ী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এ কাজগুলো করেছে।

    এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content