• Top News

    ‘আমাদের হাতে পর্যাপ্ত অস্ত্র নেই’

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ১২:০৪:৫২ প্রিন্ট সংস্করণ

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংগৃহীত ছবি

    (দিনাজপুর২৪.কম) যুদ্ধক্ষেত্রের অবস্থা ভালো না। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ না থাকার কারণে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে যেতে পারছি না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার জাপানের ইয়োমিউরি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন। খবর দ্য ইয়োমিউরির।

    রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখনো তা শুরু করতে পারিনি। পর্যাপ্ত ট্যাংক, গোরাবারুদ ও মার্কিন হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছাড়া আমরা আমাদের সাহসী সেনাদের ফ্রন্টলাইনে পাঠাতে পারি না।’

    জেলেনস্কি বলেন, ‘পশ্চিমা মিত্রদের কাছ থেকে গোলাবারুদ চেয়েছি, এগুলোর জন্য অপেক্ষা করছি। ইউক্রেনের পক্ষ থেকে যে গোলা ছোঁড়া হচ্ছে, রাশিয়া তার তিনগুণ গোলা ছুঁড়ছে। এ অবস্থায় পশ্চিমা সমর্থকদের উচিত জরুরিভিত্তিতে আরও গোলাবারুদ সরবরাহ করা। এছাড়া, যুদ্ধবিমান দেওয়ার বিষয়েও তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’ -ডেস্ক রিপোর্ট
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content