• সারাদেশ

    “হঁ্যা! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি”

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ১২:২৩:৪২ প্রিন্ট সংস্করণ

    জন লিটন মন্ডল (দিনাজপুর২৪.কম) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ল্যাম্ব যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর সহযোগিতায় আজ ২৩ শে মার্চ ২০২৩ ইং অত্র উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাতে মোঃ আশরাফুজ্জামান (টি,এল,সি,এ) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ মোঃ তানভির হাসনাত রাব্বি (উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা), ডাঃ সৌভিক রায় (আবাসি মেডিকেল অফিসার), ডাঃ হাসেমি রাফসান (এম,ও,ডি,সি), ডাঃ জরজিনা হাসি ও ডাঃ পিয়া সরকার। এছাড়াও বক্তব্য রাখেন ল্যাম্ব যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির টিবি কন্ট্রল অফিসার বিপ্লব মন্ডল। এবারের প্রতিপাদ্য বিষয় “হঁ্যা! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি” বক্তাগন প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোকপাত করার পাশাপাশি যক্ষ্মা রোগের ভয়াবহতা, চিকিৎসা ও যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সকলের করনীয় ব্যাখ্যা করেন। র‌্যালী ও আলোচনা সভা শেষে গণসচেতনতা বৃদ্ধির জন্য অত্র উপজেলাধীন ঘুুঘুরাতলী, কারেন্ট হাট, বেকিপুল, আন্ধারমুহা, আখতারের বাজার, বাংলাবাজার ও বলাইবাজার নামক স্থানে মাইকিং করানো হয়। র‌্যালী ও আলোচনা সভাতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১৬০ জন অংশগ্রহন করেন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content