• Top News

    প্রথম আলোর সাংবাদিককে গ্রেপ্তারের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

      প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ৮:৫১:৪৭ প্রিন্ট সংস্করণ

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

    (দিনাজপুর২৪.কম) সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

    আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন কিন্তু নিজস্ব গতিতে চলে। আইন অনুযায়ী, সমস্ত কিছু চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা করে, সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে।’

    কারা মামলাটি করেছে এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে সব রিপোর্ট আসেনি। আমি এখনো বিষয়টি সঠিকভাবে জানি না। বিষয়টি জানার  আপনাদের অবগত করা হবে।  সুনিশ্চিতভাবে বলতে গেলে আমাকে আরেকটু সময় নিতে হবে।’

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।